
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর এক সিপাহী নিজের অস্ত্রের গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই বিজিবি সদস্যর নাম নাসিম উদ্দিন। তিনি ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট (লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন আওতাধীন) বিওপিতে কর্মরত ছিলেন।
তিনি ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ‘রাত ৩টার দিকে ফুলবাড়ী হাসপাতাল থেকে আমাদের ফোন করা হয়। পরে হাসপাতালে গিয়ে মরদেহ থানায় নেওয়া হয়।
এ বিষয়ে একটি ইউডি মামলা নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, ‘রাত একটার দিকে বিজিবির ওই সদস্য ডিউটির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে বের হন। এর কিছুক্ষণ পর হঠাৎ গুলির শব্দ শোনা গেলে গঙ্গারহাট বিওপি ক্যাম্পের সদস্যরা খোঁজ নিয়ে গ্যারেজের পেছনে তাকে পড়ে থাকতে দেখেন।
তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’
পূর্বকোণ/এএইচ