
চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বাজারজাত করণের দায়ে ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে আবুতোরাব ও বড়তাকিয়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোমাইয়া আক্তার বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত ও বিক্রয়ের দায়ে মোট ৯টি মামলায় ৬৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/কায়ছার/এএইচ