চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

মিরসরাইয়ে পুড়িয়ে ধ্বংস করা হল ১ লাখ টাকার অবৈধ জাল

মিরসরাইয়ে লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

মিরসরাই সংবাদদাতা

১ জানুয়ারি, ২০২৬ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে কম্বিং অপারেশনে দুটি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গোপসাগরের মোহনায় সন্দ্বীপ চ্যানেল থেকে এসব জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান।

তিনি বলেন, সন্দ্বীপ চ্যানেলে অবৈধ বেহুন্দি জালসহ অন্য নিষিদ্ধ জালের বিরুদ্ধে কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। এ সময় দুটি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় মাছের প্রজনন রক্ষা এবং টেকসই মৎস্য সম্পদ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট