চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর: রোহিঙ্গা ক্যাম্পে মানবিকতার সেই অম্লান স্মৃতি

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর: রোহিঙ্গা ক্যাম্পে মানবিকতার সেই অম্লান স্মৃতি

কক্সবাজার সংবাদদাতা

১ জানুয়ারি, ২০২৬ | ১২:১২ পূর্বাহ্ণ

২০১৭ সালের অক্টোবর মাস ছিল কক্সবাজারের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। প্রায় আট বছর আগে ঠিক এই সময়েই পর্যটন নগরীর রাজপথে শেষবারের মতো পড়েছিল বেগম খালেদা জিয়ার পদধূলি।

তাঁর সেই সফর কোনো নির্বাচনী জনসভা বা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির জন্য ছিল না; বরং প্রতিবেশী দেশ মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর পাশে দাঁড়াতেই তিনি পাড়ি দিয়েছিলেন দীর্ঘ পথ।

২৮ অক্টোবর ঢাকা থেকে রওনা হওয়ার পর ফেনীর মহিপালে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে, কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। চট্টগ্রাম সার্কিট হাউসে একরাত কাটিয়ে ২৯ অক্টোবর যখন তিনি পুনরায় কক্সবাজারের পথে রওনা হন, তখন পটিয়া, চকরিয়া ও রামুসহ সড়কের প্রতিটি পয়েন্টে প্রিয় নেত্রীকে একনজর দেখতে নেমেছিল হাজার হাজার মানুষের ঢল। ওইদিন রাত ৮টায় তিনি যখন কক্সবাজার সার্কিট হাউসে পৌঁছান, তখন পুরো শহর এক উত্তাল জনসমুদ্রে পরিণত হয়েছিল।

সফরের মূল আকর্ষণ ছিল ৩০ অক্টোবর উখিয়ার শরণার্থী ক্যাম্প পরিদর্শন। এদিন তিনি বালুখালী ও হাকিমপাড়া ক্যাম্পে নির্যাতিত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা সরাসরি শোনেন এবং শিশুদের মমতা দিয়ে আগলে রাখেন। বিএনপির পক্ষ থেকে সেনাবাহিনীর ত্রাণ তহবিলে ৪৫ ট্রাক ত্রাণ সামগ্রী প্রদান এবং ড্যাব-এর মেডিকেল ক্যাম্প উদ্বোধন ছিল তাঁর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

৩১ অক্টোবর ঢাকা ফেরার পর প্রতিকূল রাজনীতি, কারাবরণ ও অসুস্থতার কারণে তিনি আর কোনোদিন ফিরতে পারেননি। আজ তাঁর বিদায়বেলায় কক্সবাজারের মানুষের মনে কেবল সেই সফরের অম্লান স্মৃতিটুকুই সম্বল হয়ে রইল।

 

তাঁর এই সফরটি ছিল যেন তপ্ত বালুচরে এক পশলা বৃষ্টির মতো, যা আর্তমানবতার হাহাকারের মাঝে ক্ষণিকের জন্য হলেও শান্তির পরশ বুলিয়ে দিয়েছিল।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট