
শাহ আমানত বিমানবন্দরে কাস্টমস কর্তৃক মনড (Mond) ব্র্যান্ডের ১২৪০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। এই সিগারেটগুলো দুবাই হতে আনা হয়েছিল।
দুবাই থেকে আগত রাত ৯.৪৫ এ অবতরণ করা ফ্লাইট নম্বর-বিএস ৩৪৪ এর যাত্রী মিনহাজুল করিম সজিবের নিকট থেকে ২০০ কার্টন, মিনহাজুল ইসলামের নিকট থেকে ৩৫০ কার্টন এবং মালিকবিহীন অবস্থায় ৬৯০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।আটককৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। সিগারেটের চালানটি আটকপূর্বক ডিটেনশন মেমো (ডিএম) মূলে কাস্টমস হাউস, চট্টগ্রামের গুদামে জমা করা হয়েছে এবং কাস্টমস আইনের আওতায় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ