
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক (৩০) বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম ছড়ারকুল রেলগেট সংলগ্ন চট্টগ্রাম নাজিরহাট রেল লাইন এলাকায় এ ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ৮ টার দিকে জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল পেয়ে হাটহাজারী পশ্চিম ছড়ারকুল রেলগেট সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হই, রেলওয়ে থানা পুলিশও ঘটনাস্থলে এসেছে, তারা লাশের সুরতহাল রিপোর্ট করে লাশটি উদ্ধার করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, পাঞ্জাবি এবং জিন্সের প্যান্ট পরিহিত ওই ব্যক্তির স্থানীয়ভাবে পরিচয় শনাক্ত করতে না পারলে ফিঙ্গারের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হবে।
পূর্বকোণ/পারভেজ