চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬

‘মাস্টার চাবি’ দিয়েই চুরি করতো গাড়ি, চোরাই প্রাইভেট কারসহ আটক ২

‘মাস্টার চাবি’ দিয়েই চুরি করতো গাড়ি, চোরাই প্রাইভেট কারসহ আটক ২

অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৫ | ৯:১২ অপরাহ্ণ

চুরি হওয়া প্রাইভেটকারসহ দুই পেশাদার গাড়িচোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি মাস্টার কি (চাবি) জব্দ করা হয়। বুধবার এই তথ্য জানিয়েছে কোতোয়ালী থানার এসআই শরীফ উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল (৩৫) ও মো. হোসাইন ওরফে আহম্মদ হোসাইন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে সক্রিয় একটি পেশাদার গাড়িচোর চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এসআই শরীফ উদ্দিন জানান, ডা. কামরুদ্দিন চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তি ২৭ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে দশটায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে তাঁর প্রাইভেটকার রেখে কাজে যান। ফিরে এসে তিনি দেখেন তার গাড়িটি উধাও। ২৮ ডিসেম্বর কোতোয়ালী থানায় মামলা করলে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে চুরি যাওয়া গাড়িটি কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার সানড্যান্সার রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা থেকে দুই আসামিসহ উদ্ধার করা হয়। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট