
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-ইপিজেড-পতেঙ্গা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ নুর উদ্দিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) ) বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশনারের কার্যালয় মনোনয়ন জমা দেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সামশুল আলম, সদস্য সচিব ইব্রাহিম খলিল, ইপিজেড থানা আন্দোলন কমিটির সহ সভাপতি আমজাদ হোসেন জিকু, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এম এইচ আব্দুল কাদের।
এ সময় নুর উদ্দিন বলেন, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হলে হাতপাখা বিপুল ভোটে বিজয় লাভ করবে।
পূর্বকোণ/পারভেজ