চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীর পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলামের ইন্তেকাল

বোয়ালখালীর পুলিশ পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলামের ইন্তেকাল

বোয়ালখালী সংবাদদাতা

২৯ ডিসেম্বর, ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম খান (৪২) মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কালগড়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সামাদ খানের ছেলে।

জানা যায়, গতকাল রোববার (২৮ ডিসেম্বর) খাইরুল ইসলাম খান নিজ কর্মস্থল বোয়ালখালী থানা থেকে তিন দিনের নৈমিত্তিক ছুটিতে গ্রামের বাড়িতে যান। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নৈমিত্তিক ছুটিতে বাড়িতে যাওয়ার পর স্ট্রোকজনিত কারণে তিনি নিজ গ্রামে মারা যান।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট