চট্টগ্রাম সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

থার্টি ফার্স্ট নাইটে মানতে হবে সিএমপির ছয় নির্দেশনা

থার্টি ফার্স্ট নাইটে মানতে হবে সিএমপির ছয় নির্দেশনা

অনলাইন ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:০১ অপরাহ্ণ

ইংরেজী নববর্ষের বিদায়কে কেন্দ্র করে নগরীতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের জনজীবন স্বাভাবিক রাখতে ছয় ধরনের নির্দেশনা মানতে হবে। সোমবার নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটে অনুমতি ছাড়া সর্বসাধারনের ব্যবহারের স্থান, রাস্তা, উন্মুক্ত স্থান বা ছাদের উপর কোন ধরনের অনুষ্ঠান সভা সমাবেশ, গণজমায়েত, উচ্চ শব্দে সাউণ্ড সিস্টেম ব্যবহার করে নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র,ডিজে পার্টি, র‌্যালি ও শোভাযাত্রা করা যাবে না। থার্টি ফার্স্ট নাইটে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় কোন ধরনের আতশ বাজি,পটকা ফুটানো ও ফানুস উড়ানো যাবে না।

৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সকল মদের বার ও মদের দোকান বন্ধ থাকবে। ৩১ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত নগরীর আবাসিক হোটেল, রেস্তোরা, জনসমাবেশ, ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, তলোয়ার, বর্শা, ছোরা, লাঠি ও বিস্ফোরক দ্রব্যাদি বহন ও ব্যবহার করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত ও পারকি সমুদ্র সৈকত এলাকায় অবস্থান করা যাবে না এবং বেপরোয়া গতিতে গাড়ি বা মোটরবাইক চালনা, উচ্চ শব্দে গাড়ির হর্ণ বাজানো, রাস্তায় মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিক মূল্যবোধ পরিপন্থি কর্মকাণ্ড, নারীদের প্রতি যে কোনা প্রকার হয়রানি বা ইভটিজিং কিংবা বেআইনি কার্যকলাপে লিপ্ত হওয়া যাবে না।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট