
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র হিসেবে যোগ দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও অন্যতম কান্ডারি, মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা এবং বিগত সময়ে যিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে এনসিপিতে স্বাগতম।
তিনি আরও বলেন, আসিফ মাহমুদ এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না। বরং এনসিপির যেসব নেতৃবৃন্দ নির্বাচন করবেন, তারা যেন জিতে আসে এবং সংসদে গিয়ে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারে সেজন্য তিনি কাজ করবেন। একইসঙ্গে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি।
পূর্বকোণ/আরআর/পারভেজ