
আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে বিএনপি একজন, জামায়াত ইসলামী, জাসদ, ইসলামী আন্দোলন, মুসলীম লীগ ও ইনসানিয়াত বিপ্লবের একজন করে এবং জাতীয় পার্টি ও স্বতন্ত্র দুজন করে মনোনয়ন জমা দিয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মিরসরাই সহকারী রির্টানিং কর্মকর্তা সোমাইয়া আক্তারের কাছে মনোনয়ন জমা দেন জামায়াত ইসলামের প্রার্থী ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের ফেরদৌস আহম্মদ চৌধুরী, জাতীয় পার্টির এরশাদ উল্ল্যা ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফ সিদ্দিকী।
অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন জমা দেন বিএনপির প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, স্বতন্ত্র শাহীদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির মো. শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী জুলফিকার বুলবুল ও জাসদ মনোনীত (আসম আ. রব) একেএম আবু ইউসুফ ৷
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ওই দিন আমাদের কাছে ৫জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে জামায়াত ইসলামের একজন, জাতীয় পার্টির একজন, স্বতন্ত্র একজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের একজন ও ইনসানিয়াত বিপ্লব পার্টির এক প্রার্থী রয়েছে। অন্যরা চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন।
পূর্বকোণ/পারভেজ