চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

‘আপনারা যদি কিছুই না পারেন, অন্তত হাদি হত্যার বিচার করুন’

‘আপনারা যদি কিছুই না পারেন, অন্তত হাদি হত্যার বিচার করুন’

অনলাইন ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) কর্মসূচিতে প্ল্যাকার্ড হাতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক এবং চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী জোবাইরুল আরিফ।

 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে জোবাইরুল আরিফ বলেন, ‘হাদি শুধু তার হত্যার বিচারটাই চেয়েছিলেন। কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা ও ব্যর্থ প্রশাসন তাকে নিরাপত্তা দিতে পারেনি। তারা জুলাইয়ের যোদ্ধাদের জীবনের নিশ্চয়তাও দিতে ব্যর্থ হয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘আপনারা যদি কিছুই না পারেন, অন্তত হাদির শেষ চাওয়াটা পূরণ করুন—তার হত্যার বিচারটি নিশ্চিত করুন।’

 

কর্মসূচিতে উপস্থিত নেতারা অভিযোগ করেন, ওসমান হাদির হত্যার ঘটনায় এখনো কার্যকর কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। এতে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে বলে তারা দাবি করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী রফসান জানি ও নাজিম উদ্দীন, দলের সদস্য রাকিবুল হাসানসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট