চট্টগ্রাম রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

এপোলো ও মারুফ মল্লিকের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

এপোলো ও মারুফ মল্লিকের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন

অনলাইন ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৫ | ২:৫৪ অপরাহ্ণ

দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে আমার দেশ পত্রিকাকে জড়িয়ে ফেইসবুকে ‘মানহানিকর ও মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং লেখক এফ এম রাশেদুল হক মল্লিক ওরফে মারুফ মল্লিকের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

 

রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি মামলার আবেদন করেন । বিচারক বাদীর জবানবন্দি শুনে আদেশ অপেক্ষমাণ রেখেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন।

 

মামলার আর্জিতে বলা হয়েছে, “চব্বিশের মহান জুলাই বিপ্লবের অকুতভয় সম্মুখ সৈনিক ও বাংলদেশের স্বার্থে আপসহীন যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে গত ১৮ ডিসেম্বর রাতে ঢাকাসহ সারা দেশে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পরে। এই সুযোগে কিছু ব্যক্তি ১৯ ডিসেম্বর দিবাগত রাত্রে পতিত ‘ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে ঢাকার কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে আক্রমণ করলে এক দুঃখ্যজনক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

 

“এই সুযোগকে কাজে লাগিয়ে আসামিরাসহ একটি সুযোগসন্ধানী মহল মহান জুলাই বিপ্লবের অন্যতম সৈনিক মাহমুদুর রহমান ও তার পত্রিকা আমার দেশ এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং দেশে অস্থিতিশীর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে, হীন উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ নিজেরা সৃজন ও পরিবেশন করে জনমনে বিভ্রান্তি ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে অবৈধ পন্থায় স্বার্থ হাসিলসহ তার সামাজিক মান সম্মান হানির কর্মকান্ডে লিপ্ত হয়।”

 

অভিযোগে বলা হয়, “১৯ ডিসেম্বর রাতে সাড়ে ১০টার দিকে মারুফ মল্লিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে জনমনে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ ও গুজব তৈরি করে জনবিশৃঙ্খলা ও অশান্তি সৃষ্টির প্ররোচনায় আমার দেশ কর্তৃপক্ষ তথা বাদীকে জড়িয়ে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় আক্রমণের অংশীদার হিসাবে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উসকানিমূলক, প্ররোচণামূলক, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর পোস্ট করে।

 

“মারুফ মল্লিকের সাথে যোগসাজশে ওয়াহিদুজ্জামান (এপোলো) লেখা সমর্থন করে যৌক্তিক প্রশ্ন উল্লেখ করে ফেইসবুকে ছড়িয়ে দেয়। কারওয়ান বাজারে আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে অবস্থানকালে বাদী (মাহমুদুর রহমান) আসামিদের ফেইসবুক পোস্ট দুটি সম্পর্কে জানতে পেরে হতবিহ্বল হয়ে পড়েন। আসামিদের এই জঘন্য মিথ্যাচারের কারণে বাদী ও তার দৈনিক আমার দেশ পত্রিকার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সব সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, কলা-কুশলী ও ব্যক্তিদের মানহানির কারণ হয়েছে এবং তাদের ব্যাপারে জনমনে শত্রুতা, ঘৃণা, অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি করেছে বলে অভিযোগ করা হয়।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট