চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার

চকরিয়ায় ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার

চকরিয়া সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৫ | ১১:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের অভিযানে আনুমানিক ৫০ লাখ টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে। এ সময় উপজেলার ফাঁসিয়াখালী দরগা গেটের পিছনে সংরক্ষিত বনভূমি জবরদখল করে গড়ে উঠা একটি পাকা বাড়ির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. সাদেকুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে মো. সাদেকুর রহমান বলেন, বেশকিছু দিন থেকে কতিপয় দখলবাজ চক্র ফাঁসিয়াখালী এলাকার দরগা গেটের পিছনে সংরক্ষিত বনভূমি জবরদখল করে পাকা ঘর তৈরি করছিল। খবর পেয়ে শনিবার দুপুরে অভিযান চালিয়ে সদ্য নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বনবিভাগের অন্তত ৫০ লাখ টাকার বনভুমি উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা মো. খসরুল আমীন ছাড়াও বনবিভাগের ফাঁসিয়াখালী ও ডুলাহাজারা বনবিটের বনকর্মী এবং ভিলেজাররা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট