চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ | ৭:৩২ অপরাহ্ণ

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তরুণ-যুবকরা নগরীর নিউমার্কেট মোড়ের একপাশে অবস্থান নেয়।

অবস্থানকারীদের কারও হাতে জাতীয় পতাকা, কেউ কেউ হাদি হত্যার বিচার দাবিতে লেখা প্ল্যাকার্ড বহন করছেন। ‘অবস্থান কর্মসূচি’ লেখা মূল ব্যানার সড়কে রেখে চারপাশে গোল হয়ে অবস্থান নিয়েছেন তারা।

এছাড়াও এদিন তারা হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন। ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’; ‘সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’। এ সময় ভারতের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন তারা।

সকাল থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ফেসবুক পেইজ থেকে ঢাকার শাহবাগের ধারাবাহিকতায় চট্টগ্রামেও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। দুপুরে নিউমার্কেট মোড়ে সবাইকে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট