চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম ১১-তে খসরু, ১০-এ সাঈদ, ৪-এ আসলামের চূড়ান্ত মনোনয়ন

চট্টগ্রাম ১১-তে খসরু, ১০-এ সাঈদ, ৪-এ আসলামের চূড়ান্ত মনোনয়ন

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) ও চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রার্থী বদল করেছে বিএনপি। চট্টগ্রাম-৪ আসনেও প্রার্থী বদল হয়েছে। আসনটিতে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেয়া হয়েছে। আর চট্টগ্রাম-১০ আসনে নতুন করে প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেয়া হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। এর মধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করেছে দলটি। বাকি আসনগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৪টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট