
চট্টগ্রামের চন্দনাইশে যৌথবাহিনীর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব জোয়ারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক মো. আইনুল করিম (২১) পূর্ব জোয়ারার (হাজীর পাড়া) মাহমুদুল হোসেনের ছেলে।
চন্দনাইশের দায়িত্বরত যৌথবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্টের ক্যাপ্টেন ইফতিসাম জাওয়াদ দিয়াব জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব জোয়ারায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন, উদ্ধার অস্ত্র ও আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
পূর্বকোণ/পিআর