চট্টগ্রাম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে দুইশ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন

ফটিকছড়িতে দুইশ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন

ফটিকছড়ি সংবাদদাতা

২৭ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জমিদার পরিবার আরবাণী সওদাগর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সমিতির হাটে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া ঘাটায় এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির আশেপাশে থাকা পাকা আধাপাকা প্রায় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

আগুনের সূত্রপাত সম্পর্কে সুনির্দিষ্টভাবে কেউ বলতে না পারলেও বাড়ির উত্তর প্রান্ত থেকে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাবার পূর্বে চারিদিকের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। অগ্নিকাণ্ডে একটি ঐতিহ্যবাহি বাড়ির ১০টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন হতে সার্বিক সহযোগিতা করা হবে তিনি আশ্বস্ত করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট