
চট্টগ্রামের হাটহাজারী থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মহানগর নেতা সৌমেন ঘোষ (৩৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৌমেন ঘোষ চিকনদন্ডী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দিজেন্দ্র লাল ঘোষ বাড়ির আশিষ ঘোষের পুত্র। তিনি চট্রগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জাহিদুর রহমান বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা রযেছে। শুক্রবার সকালের দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ