চট্টগ্রাম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী জাকির সম্রাট ৩ লঞ্চের সঙ্গে ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘঘনায় এখন পর্যন্ত দুই জন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।
এ তথ্য জানিয়েছেন চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ নিরাপত্তা) বাবুলাল বৈদ্য।

চাঁদপুর নৌবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল মান্নান বলেন, ঘন কুয়াশার কারণে গভীর রাতে মেঘনা নদীতে লঞ্চ দুটির সংঘর্ষ হয়। এ সময় জাকির সম্রাট লঞ্চের যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হতাহতের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করে বলতে পারছি না। দুর্ঘটনার পর লঞ্চটি ঢাকা সদরঘাটে চলে গেছে।

জানা গেছে, দুর্ঘটনায় লঞ্চেই একজন মারা যান। অপর আহতকে নিয়ে লঞ্চটি ঢাকা যাওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান তিনি। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনার পর লঞ্চ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট