চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

উখিয়ায় সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেপ্তার

কক্সবাজারে আলোচিত সৈয়দ হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৭:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় আলোচিত সৈয়দ হোসাইন হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম রিফাতকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) উপজেলার হাজির পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিফাত জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দীঘির বিল এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

তিনি বলেন, গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর নিহত সৈয়দ হোসাইন ও আসামি রিফাত একটি চায়ের দোকানে গল্প-গুজব করছিলেন। এক পর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দু’জন তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাগান্বিত হয়ে হোসাইনকে নাক-মুখে কিল-ঘুষি মেরে আঘাত করেন রিফাত।এসময় নাক-মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন হোসাইনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনা ও হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের ছেলে বাদী হয়ে গত ২৪ ডিসেম্বর উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট