চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

প্রথমবার বাবার গুলশানের বাড়িতে এলেন জাইমা রহমান

প্রথমবার বাবার গুলশানের বাড়িতে এলেন জাইমা রহমান

অনলাইন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ৩:০২ অপরাহ্ণ

১৭ বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময়ের পর গণসংবর্ধনায় অংশ নিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। তবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সরাসরি রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবনে গিয়েছেন।

 

কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন। এরপর থেকেই তারেক রহমানের বসবাস উপযোগী করে বাড়িটির ভেতর ও বাইরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়।

 

দুইতলা বিশিষ্ট এই বাড়িতে রয়েছে তিনটি বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, লিভিং রুম, সুইমিং পুল এবং সামনে বিশাল খালি জায়গা। আধুনিক সব সুযোগ-সুবিধায় সজ্জিত বাড়িটির দেয়ালে সম্প্রতি নতুন সাদা রং করা হয়েছে। চারদিকে কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বড় দুটি গেটে পুলিশ বক্স বসানো হয়েছে।

 

বাড়িটির চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট