চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি সহযোগীসহ গ্রেপ্তার

চট্টগ্রামে হত্যা মামলার প্রধান আসামি সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৫ | ২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার ইমন দাশ হত্যা মামলার প্রধান আসামি নয়ন মহাজন (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। পরে তার দেয়া তথ্যমতে তার সহযোগী মো. নেজাম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

 

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় হাটহাজারী থানাধীন বিশ্ববিদ্যালয় রোড এলাকা থেকে নয়নকে পরে মদুনাঘাট এলাকা থেকে নেজামকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নয়ন মহাজন পটিয়া উপজেলার রাউজান থানার কলমপতি এলাকার দুলাল মহাজনের ছেলে ও নেজাম উদ্দীন একই থানাধীন ছত্রপাড়া এলাকার লাল মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, নিহত ইমন দাশ পটিয়া উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে ইমন নগরীর চান্দগাঁও থানা এলাকায় স্ব-পরিবারে বসবাস করেন। গত ৩০ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ইমন দাশ পূজার ফুল সংগ্রহের জন্য চান্দগাঁও থানাধীন মৌলভীবাজার যান ইমন। এসময় নয়ন মহাজন এবং তার সহযোগীরা পূর্ব শত্রুতার জেরে ইমনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে ইমনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা সাগর দাশ বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

 

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় হাটহাজারী থানাধীন বিশ্ববিদ্যালয় রোড এলাকা থেকে নয়ন মহাজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে মদুনাঘাট এলাকা থেকে তার সহেযাগী নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট