চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
নিহত পিয়ার হাসান।

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

পেকুয়া সংবাদদাতা

২৪ ডিসেম্বর, ২০২৫ | ১০:১২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পিয়ার হাসান (২০) নামে এক যুবক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পেকুয়ার  টইটং বাজার এলাকার দক্ষিণে একটি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়ার হাসান (২০) উপজেলার মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকার শাহআলমের পুত্র এবং আহত নজরুল ইসলাম একই ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক ও বিপরীত দিক থেকে বাঁশখালী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এ সময় পিছনে বসা আরোহী পিয়ার হাসান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। মোটর সাইকেল চালক স্থানীয় ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম গুরতর আহত হলে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিয়ার হাসান নামক এক যুবক নিহত এবং আমার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল আহত হয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বলেন, টইটং ইউনিয়নের টইটং বাজারের দক্ষিণ পাশে ডাম্প ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। ডাম্প  ট্রাক ও মোটরসাইকেল ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। ডাম্প ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট