চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়ায় ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটির গর্তে পড়ে রুমান (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া পুলিশ ক্যাম্প এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে রুমান নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। দীর্ঘ ১৬ ঘণ্টা পর রাত ১১টায় ইসলামপুর মঘাইছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন একটি ইটভাটার জন্য খননকৃত মাটির গর্ত থেকে রুমানের নিতর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

‎খবর পেয়ে পুলিশ রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ইটভাটার ঝুঁকিপূর্ণ মাটির গর্তগুলো দ্রুত নিরাপদ করার দাবি জানিয়েছেন।

 

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

‎পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট