
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় টিলা কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানে কাউকে পাওয়া যায়নি। পরে দোষীদের তথ্য সংগ্রহ করে নিয়মিত মামলা ব্যবস্থা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলাম জানানা, উপজেলার ভূজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম আন্ধারমানিক এলাকা, বাগানবাজার ইউনিয়নের অন্তর্গত রামগড় মৌজার অধীন রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকা এবং বাগানবাজার ইউনিয়নের জংগল দাঁতমারা মৌজার অধীন লালমাই সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী ভুজপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক চন্দন বিশ্বাস তদন্ত কার্যক্রম এবং থানায় অভিযোগ দায়ের করেন।
পূর্বকোণ/পিআর