চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাউজানে এক রাতে দুই মন্দিরে চুরি

রাউজানে এক রাতে দুই মন্দিরে চুরি

সংবাদদাতা রাউজান

২২ ডিসেম্বর, ২০২৫ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে এক রাতে দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও  রবীন্দ্র ডাক্তার বাড়িতে তালা ভেঙে মন্দির চুরির পৃথক ঘটনা ঘটে।  সেখান থেকে ৪টি ঘট, ঘটের স্বর্ণ, ২টি পিতলের মূর্তি, পিতলের কাসা-ঘণ্টা, পিতলের ২টি থালা, শরি ২, দানবক্সের টাকাসহ প্রায় ৬০-৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। একই রাতে প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের তালা ভেঙে ৩টি পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে ৫-৬ হাজার টাকা ক্ষতি হয়। এর আগে গত শনিবার রাতে একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরেও চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বড় পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে প্রায় ৮-১০ হাজার টাকা  নিয়ে যায় চোরের দল।

 

স্থানীয় সুজন রায় ও তপন নামে দুই ব্যক্তি বলেন, গত কয়েকেদিনের ব্যবধানে আমাদের এলাকার তিনটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ বা মামলা করি নাই। তবে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাহেব আসার কথা রয়েছে। উনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। 

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন ‘চুরির ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি অসুস্থ তাই জেনে বিস্তারিত জানাতে হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট