
কক্সবাজারের টেকনাফে ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবাসহ মো. ফারুক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে সাবরাং কাটাবনিয়া এলাকায় তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাচারকালে উপজেলার সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারী মো. ফারুককে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পূর্বকোণ/পারভেজ