চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
উচ্ছেদ অভিযানে উপজেলা প্রশাসন

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৫ | ৮:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর চৌধুরীহাট বাজারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় পাঁচটি মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটহাজারী–অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বসানো, সড়কের ওপর মালামাল রেখে যানজট সৃষ্টি এবং সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাজার এলাকায় প্রায় ১৫ থেকে ২০টি অবৈধ দোকান ও দোকানের সামনের বর্ধিত অংশ দখলমুক্ত করা হয়। এছাড়া সড়কের মাঝখানে যাত্রী উঠানামার অপরাধে পাঁচটি মামলায় মো. সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, মইনুদ্দিন, আবুল বশর ও মুহিদুল ইসলামকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট