চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী আহত

বোয়ালখালীতে কার-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী আহত

বোয়ালখালী সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কারের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সারোয়াতলী গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দাশের দীঘি থেকে আসা একটি কারের  সাথে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহতরা হলেন-সারোয়াতলীর সিরাজের ছেলে ইমরান হোসেন (৩০) ও একই এলাকার রওশন আহমদের ছেলে মো. ইমন (৩০)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ইমনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট