চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার জামালের মনোনয়ন সংগ্রহ

আনোয়ারা সংবাদদাতা

২২ ডিসেম্বর, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কার্যালয় থেকে তার পুত্র সাহওয়াজ জামাল নিজাম বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

বর্তমানে আসনটিতে মোট ১৬ টি ইউনিয়নের মধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে ৫টি ইউনিয়ন রয়েছে। আনোয়ারায় ভোটার ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলীতে ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট