
দেশে এক বছরে এইচআইভি এইডস রোগী বেড়েছে প্রায় ৩৯ শতাংশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন অন্তত দুই হাজার মানুষ। আগের বছর এ সংখ্যা ছিল এক হাজার ৪৩৮। এ সময় এইডসে মারা গেছেন ২০০ জন; যা আগের বছর ছিল ১৯৫।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা, কুষ্ঠ ও এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, নতুন শনাক্ত রোগীর মধ্যে প্রায় অর্ধেকই সমকামী পুরুষ। ঝুঁকিপূর্ণ আচরণ ও চিকিৎসা পরামর্শ না নেওয়ার কারণে রোগী বাড়ছে। পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ঘনবসতি, অনিয়ন্ত্রিত আচরণ এবং উচ্চঝুঁকির জনগোষ্ঠীর একাংশ চিকিৎসার আওতায় না আসায় রাজধানীতে রোগী বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
অধিদপ্তরের তথ্য বলছে, দেশে ১৯৮৯ সালে প্রথম এইচআইভি শনাক্ত হওয়ার পর এবারই এক বছরে আক্রান্ত সর্বোচ্চ। বর্তমানে শনাক্ত মোট এইচআইভি আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে দুই হাজার ২৮১ জন মারা গেছেন। এখনও চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত সেবা পাচ্ছেন আট হাজার ৩০৯ রোগী। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের সেবা দেওয়া হয়। সংক্রামক ব্যাধি হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এখানে এইচআইভি সন্দেহে দুই হাজার ৪৮৬ জনের পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৮৪ জনের এইচআইভি সংক্রমণ শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তির মধ্যে পুরুষ ১৪১, নারী ৩৮ ও হিজড়া চারজন। এদের মধ্যে ৭১ জনই সমকামী পুরুষ।
হাসপাতালের তথ্য বলছে, আক্রান্তদের মধ্যে ১০৭ জন বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। মা-বাবার মাধ্যমে জিনগত সংক্রমিত হয়েছেন ১০ জন। প্রবাস থেকে সংক্রমণ নিয়ে দেশে ফিরেছেন ৪২ জন। একই সময়ে হাসপাতালে এইডস সম্পর্কিত জটিলতায় ৩২ জনের মৃত্যু হয়; তাদের মধ্যে সাতজন চিকিৎসা শুরু হওয়ার আগেই মারা যান।
পরবর্তী সময়ে ২০২৪ সালের নভেম্বর থেকে এই বছরের অক্টোবর পর্যন্ত হাসপাতালে দুই হাজার ১৯২ জনের পরীক্ষা করা হয়। এ সময় ২৭৩ জনের শরীরে এইচআইভি ধরা পড়ে। তাদের মধ্যে পুরুষ ২১৫, নারী ৫৭ ও হিজড়া একজন। সংক্রমিতদের মধ্যে পুরুষ সমকামী ৭৮ জন, পুরুষ যৌনকর্মী ৩৯ জন ও সাধারণ জনগোষ্ঠীর ১৩৮ জন। একই সময়ে হাসপাতালে মারা যান ৩৫ রোগী।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাবেক উপাচার্য নজরুল ইসলাম বলেন, এখন এইচআইভির চিকিৎসার ব্যবস্থা যথেষ্ট উন্নত। তবু আক্রান্তের সংখ্যা ও মৃত্যু বাড়ছে। এটার কারণ খোঁজা জরুরি। একটা কারণ হতে পারে, নিয়মিত ও যথাযথ চিকিৎসা নিচ্ছেন না আক্রান্তরা। আবার যেসব ওষুধ দেওয়া হচ্ছে, তা প্রতিরোধী হয়ে উঠছে কিনা, সে বিষয়েও নজর দেওয়া দরকার। এছাড়া সমকামীদের মধ্যে নতুন শনাক্তের হার যেভাবে বাড়ছে, তা এখনই নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
পূর্বকোণ/ইবনুর