চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর কমিটি গঠন

অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫ | ১১:৫৯ অপরাহ্ণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার ‘নগর সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি এম এইচ আব্দুল কাদের, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল মুমিত ও সাধারণ সম্পাদক হিসেবে মুহাম্মদ শাহরিয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নগরীর আল ইসহাক অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নগর সভাপতি মুহাম্মদ শাহজাহান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মুমিতেরর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ফয়জুল ইসলাম।

সম্মেলনে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ওলামা মাশায়েখ পরিষদ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট