
চট্টগ্রামের পটিয়ায় দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প, বৈজ্ঞানিক সেমিনার ও শীতকালীন চিকিৎসা মেলা সম্পন্ন হয়েছে।
এতে প্রায় ৪ লক্ষ টাকার ওষুধ ফ্রি বিতরণ করা হয় বলে জানান অনুষ্ঠান সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) উপজেলার পৌর সদরের এক কনভেনশন হলে আয়োজিত এ হার্ট ক্যাম্প ও সেমিনার উদ্বোধন করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আলী নাওয়াজ।
সেমিনার ও মেলা আয়োজক কমিটির আহবায়ক মেডিসিন ও হ্রদরোগ বিশেষজ্ঞ রোটারিয়ান ডা. একেএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দেশের বিখ্যাত হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নসুরুল্লাহ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন আইইউবির সাবেক ভাইস চ্যান্সেলর ও বুয়েটের সাবেক প্রফেসর ড.ইন্জিনিয়ার হাসান ইমতিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য পটিয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, মাসুদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ, প্রবীণ চিকিৎসক পটিয়া দুপ্রকের সাবেক সভাপতি ডা. কে আকতার, সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবদুল আলিম।
চিকিৎসক মেলায় সেবা প্রদান করেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. ইব্রাহিম চৌধুরী, ডা. আবু তারেক ইকবাল, ডা. গোলাম মোস্তফা, ডা. আশিকুল হক, ডা. জহির উদ্দিন মাহমুদ ইলিয়াছ, ডা. খোরশেদ আলম, এ এন এম ইউসুফ (শাকিল) প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ডা. এ কে এম মাঈনুদ্দীন (রনি)।
উদ্বোধনী বক্তব্যে আলী নাওয়াজ বলেন, অসচেতনতার কারণে হ্রদরোগে প্রতিদিন অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। এর থেকে উত্তরণে খাদ্যাভাসসহ সব কিছুতে পরিবর্তন আনতে হবে।
তিনি অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ দিয়ে বলেন, এ আয়োজনের ফলে সাধারণ মানুষ হ্রদরোগের কারণ এবং এ থেকে নিরাপদ থাকার সংজ্ঞা খোঁজে পাবে বলে মনে করি।
হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নসুরুল্লাহ খাঁন বলেন, হ্রদরোগ একটি ব্যয়বহুল চিকিৎসা। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এ রোগ সৃষ্টি করে। যার কারণে রক্তনালি অবরুদ্ধ হয়ে পড়লে যে কোন মানুষ মারত্মক ঝুঁকির মধ্যে পড়ে। তাই এ রোগে আক্রান্ত হওয়ার আগেই সচেতনতার সাথে দৈনন্দিন জীবন গঠন করলে নিরাপদে থাকা যাবে। তিনি নিয়মিত ৪০ মিনিট হাঁটা ও ব্যায়াম করার পরামর্শ দেন।
আয়োজক কমিটির আহবায়ক মেডিসিন ও হ্রদরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম নাসির উদ্দিন বলেন, হ্রদরোগের ক্ষেত্রে প্রতিকারের চাইতে প্রতিরোধই অধিক জরুরি। তাই জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এ প্রয়াস। তিনি ৪র্থ বারের মত জনস্বার্থে আয়োজিত এ ফ্রি হার্ট ক্যাম্প ও চিকিৎসা মেলা আয়োজনে যারা সহযোগিতা ও স্পন্সর হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
পূর্বকোণ/পারভেজ