চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুবাই প্রবাসী সাইফুল আলম আয়াছ সেলিম উদ্দিন (২৯) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সেলিম উদ্দিনের ছেলে।

আজ রোববার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে মহাসড়কের মালুমঘাট ছগিরশাহকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, আজ দুপুরের দিকে সাইফুল আলম নিজের মোটর সাইকেল চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মালুমঘাট এলাকায় বিপরীতমুখি যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলে মারা যান সাইফুল।

বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মেহেদী হাসান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট