চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

আসলাম চৌধুরীর পক্ষে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

আসলাম চৌধুরীর পক্ষে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক

২১ ডিসেম্বর, ২০২৫ | ৬:০১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড আকবর শাহ-পাহাড়তলী-খুলশি আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র পক্ষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে নেতৃবৃন্দ।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আসলাম চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. কমল কদর, মো. জহুরুল আলম জহুর, মোহাম্মদ মোরসালিন, জাকির হোসেন, সালেহ আহম্মদ সলু, আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী, রেহান উদ্দিন প্রধান, রফিক আহম্মদ, মাহবুবুল আলম, মোহাম্মদ সেলিম, মোজাহের উদ্দিন আশরাফ, নুরুল আনোয়ার চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান হিরু, ফজলুল করিম চৌধুরী, সাহাব উদ্দিন রাজু, সোলায়মান রাজ, হেলাল উদ্দিন বাবর, এডভোকেট নাছিমা আক্তার ডলি, এডভোকেট রওশন আরা বেগম, এডভোকেট আইনুল কামাল, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মো. সাহাব উদ্দিন, মো. ইব্রাহিম, অমলেন্দু কনক, আসলাম উদ্দিন, মো. জিয়া উদ্দিন, মুমিন উদ্দিন মিন্টু, মো. বখতিয়ার উদ্দিন, মো. শাহেদ, মো. ইসমাইল, মো. কামরুল ইসলাম বাবলু প্রমুখ।

এ সময় নেতৃবন্দ উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, আসলাম চৌধুরী সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনের মাঠি ও মানুষের জনপ্রিয় নেতা। পরিচ্ছন্ন ও মানবিক মানুষ হিসেবে তিনি জনপ্রিয়তার অনন্য চূড়ায় অবস্থান করছেন। এ আসনের মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এখানে কোনো ভেদাভেদ বা কোন্দল নেই। সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ আসনে বিএনপি আসলাম চৌধুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট