চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ফটিকছড়িতে চুলার আগুনে পুড়ল ২ বসতঘর

ফটিকছড়িতে চুলার আগুনে পুড়ল ২ বসতঘর

ফটিকছড়ি সংবাদদাতা

২১ ডিসেম্বর, ২০২৫ | ৪:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে নাজিরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- মো. ওসমান ও মো. আব্দুর শুক্কুর।

সাবেক স্থানীয় ইউপি সদস্য মাওলানা মনজুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। ফটিকছড়ি ফায়ার স্টেশনকে খবর দেওয়া হলেও তারা ঘটনাস্থলে আসার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট