
ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু নিয়ে বাংলাদেশের সব পক্ষকে ‘সংযত’ থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউ ইয়র্কে ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক এক ব্রিফিংয়ে গুতেরেসের এ আহ্বান তুলে ধরেন বলে শুক্রবার জাতিসংঘের এক বার্তায় বলা হয়েছে।
ডুজারিক বলেন, জাতিসংঘ মহাসিচব হাদির মৃত্যুর বিষয়ে মানবাধিকারের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে একটা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সহিংসতা থেকে বিরত থাকতে এবং শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতে সংযম দেখানোর অনুরোধও করেছেন তিনি।
গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির উপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে।
পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
পূর্বকোণ/পারভেজ