
কক্সবাজার টেকনাফে কৃষি কাজ করার সময় অস্ত্রের মুখে জিম্মি করে এক চাকমা যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত চাকমা যুবক সংকুচিং (৩৫) বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা।
একই সময় অপহরণ চেষ্টার মুখে পড়া এক বৃদ্ধ পালিয়ে এসে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০)। তিনিও একই এলাকার বাসিন্দা।
এবাদুল্লাহ জানান, কাজ করার সময় হঠাৎ ২০-৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সংকুচিং চাকমাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে তাকেও ধরে নেওয়ার চেষ্টা করলে তিনি দৌড়ে পালাতে সক্ষম হন। পালানোর সময় সন্ত্রাসীরা তার দিকে দুই রাউন্ড গুলি বর্ষণ করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৭৩ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি তাদের অধিকাংশই মুক্তিপণের বিনিময়ে ফিরে এসেছে।
পূর্বকোণ/পারভেজ