
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। মূলত গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের আপিল দায়ের ও নিষ্পত্তির সময়সীমা এবং কিছু শব্দে পরিবর্তন এনে এই সমন্বয় করা হয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা ২ দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় ২ দিন বাড়ানো হয়েছে। এর আগে আপিল দায়েরের সময় ৫ থেকে ১১ জানুয়ারি নির্ধারিত থাকলেও নতুন সিদ্ধান্তে তা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময় ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
ইসি জানিয়েছে, প্রজ্ঞাপনের কিছু ভাষাগত সংশোধনও আনা হয়েছে। গেজেট থেকে ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন’ শব্দগুলো বিলুপ্ত করা হয়েছে। তবে ভোটগ্রহণের চূড়ান্ত তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সময়সূচি অপরিবর্তিত রয়েছে।
সংশোধিত তফসিল অনুযায়ী এক নজরে নির্বাচনের সময়সূচি-
* মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
* মনোনয়নপত্র বাছাই : ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬
* আপিল দায়ের : ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি ২০২৬
* আপিল নিষ্পত্তি : ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি ২০২৬
* প্রার্থিতা প্রত্যাহার : ২০ জানুয়ারি ২০২৬
* প্রতীক বরাদ্দ : ২১ জানুয়ারি ২০২৬
* নির্বাচনি প্রচারণা শুরু : ২২ জানুয়ারি ২০২৬
* নির্বাচনি প্রচারণা বন্ধ : ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা
* ভোট গ্রহণ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বকোণ/পারভেজ