চট্টগ্রাম শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন

হাটহাজারীতে সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসের বাড়িতে আগুন

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

২০ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৫ পূর্বাহ্ণ

১৮টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ও রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনগত পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের সাদেকনগর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

 

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম।

 

তিনি জানান, মধ্যরাতের দিকে কে বা কারা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ সংযোগ করে। এতে দ্বিতল বাড়ির দুইটি কক্ষ ও একটি গাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

 

পূর্বকোণ/খোরশেদ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট