
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে দুই তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) ও একই উপজেলার বরমসিদ্দিরপুরের আজমান আলীর ছেলে ইয়াকুব আলী (৩০)।
এ ঘটনায় পূর্ব তুরুং গ্রামের মৃত আবদুর রব মিয়ার ছেলে মোশাহিদ আলী (২২) আহত হয়েছেন।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্ত দিয়ে একদল যুবক কাঠ সংগ্রহের জন্য ভারতে অনুপ্রবেশ করে। ভারতের ভেতরে পরিহাট এলাকা থেকে কাঠ সংগ্রহের সময় তারা খাসিয়াদের আক্রমণের শিকার হন। ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে আশিকুর রহমান ও ইয়াকুব আলী মারা যান। সঙ্গে থাকা লোকজন আশিকুর রহমানের লাশ দেশে নিয়ে আসেন।
আর ইয়াকুবের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি লাশ পুলিশের কাছে হস্তান্তর করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সীমান্তের ওপারে অনুপ্রবেশ করে খাসিয়ার গুলিতে দুই যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচসি/এএইচ