
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জুলফিকার আলি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে তিনি ফটিকছড়ি উপজেলা পরিষদ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা খালেদ সুলতানি, ফটিকছড়ি থানা সভাপতি এম এম শওকত আজমি এবং ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক ইসহাক বিন ইব্রাহিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ফটিকছড়ির জনগণের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
পূর্বকোণ/কেএইচ