চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ট্রাকসহ ২৮ গরু লুট, তিন ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের ২৮ গরু লুট, গ্রেপ্তার ৩

সীতাকুণ্ড সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৫ | ৯:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের ২৮টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গরু ব্যবসায়ীরা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ২৬টি গরু উদ্ধার করে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, বাড়বকুণ্ডের মান্দারীটোলা গ্রামের বাসিন্দা মো. রাশেদ, মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ওমর ফারুক ও বাঁশবাড়িয়া এলাকার সৈকত ইসলাম। 

জানা গেছে, বৃহস্পতিবার সিরাজগঞ্জের বিভিন্ন বাজার থেকে ৬ ব্যবসায়ী ২৮টি গরু কিনে ট্রাক যোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। রাত ৩ টার দিকে গরু বোঝাই তাদের ট্রাকটি যখন সীতাকুণ্ডের সলিমপুর এলাকা অতিক্রম করছিল তখন একদল গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে সবকটি গরু লুটে নেয়। এ সময় গাড়ির চালক, সহকারী ও দুই ব্যবসায়ীকে রাস্তার পাশে বেঁধে ফেলে দেয় এবং অপর দুইজনকে মাইক্রো করে টানেল এলাকায় নিয়ে নামিয়ে দেয়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিনুল ইসলাম বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ জিপিআরএস ট্রেকারের মাধ্যমে ট্রাকটির স্থান চিহ্নিত করে অভিযান চালিয়ে বাড়বকুণ্ড ও মান্দারিটোলা এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার ও ২৬টি গরু উদ্ধার করা হয়েছে। অন্য দুই গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত আছে।

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট