চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সন্দ্বীপে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সন্দ্বীপ সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৫ | ৮:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে অটোরিকশার ধাক্কায় তিশা রাণী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বউদ্দ্যার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশা রাণী মুছাপুর ইউনিয়নের বাসিন্দা।

 

স্থানীয়রা জানান, সড়কে পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় তিশা রাণী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশুটির পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

 

পূর্বকোণ/এএইচসি/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট