
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনে চাঁদা দাবির ঘটনায় মো. দিদার (৩৬) নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) থানার নাজিরপাড়া রেললাইনসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে পাঁচলাইশ মডেল থানায় ১৮ ডিসেম্বর একটি মামলা রুজু করা হয় এবং ওইদিনই আসামি মো. দিদারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে আসামিরা পাঁচলাইশ থানাধীন হামজারবাগ, জিলানী লেইনে নুর মোহাম্মদ গংদের মালিকানাধীন ‘হোসাইন টাওয়ার’ নামের নির্মাণাধীন বহুতল ভবনের অষ্টম তলায় অনধিকার প্রবেশ করে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক ইফাজ ও কয়েকজন শ্রমিককে মারধর করে। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণভয়ে প্রজেক্ট ইঞ্জিনিয়ার শ্রমিকদের সাপ্তাহিক খোরাকির ৫০ হাজার টাকা এবং নিজের ব্যবহৃত একটি আইফোন এক্স মোবাইল ফোন আসামিদের দিয়ে দেন। এরপরও পূর্ণ চাঁদা না পেলে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পূর্বকোণ/আরআর