চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি সুকান্ত গ্রেপ্তার

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি সুকান্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুকান্তকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার সুকান্ত আনোয়ারা উপজেলার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় বান্দরবান সদর ধানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গত বছরের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। পরে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি চেম্বার ভাঙচুর করে। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীতে দিকে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত এবং তার অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে এ মামলায় আসামি সুকান্তকে গতকাল দুপুর ১টায় বান্দরবান সদর ধানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট