চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে শিশুদের আনন্দ ও বিনোদনের নতুন ঠিকানা হ্যাপি ল্যান্ডের উদ্বোধন

বিজ্ঞপ্তি

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৩:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের নতুন ঠিকানা ‌‘হ্যাপি ল্যান্ড’র শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য শিশু উৎসব আয়োজন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এই শিশু উৎসবে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক। বিশেষ অতিথি ছিলেন পুষ্টিবিদ ইকবাল চঞ্চল, হ্যাপি ল্যান্ডের পক্ষ থেকে রনি দাশ, শিবনাথ কর, শিমুল মন্ডল ও শিবু মহাজন। উৎসবে অতিথিদের উপস্থিতিতে শিশুদের অংশগ্রহণে নৃত্য, গান, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ সময় শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা ও বিনোদনের গুরুত্ব তুলে ধরে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিশুদের জন্য নিরাপদ ও আনন্দঘন পরিবেশ নিশ্চিত করাই হ্যাপি ল্যান্ডের মূল লক্ষ্য। অনুষ্ঠানের একপর্যায়ে নতুন কুঁড়ি ২০২৫ জাতীয় প্রতিযোগিতায় সাধারণ নৃত্য (‘ক’ শাখা) বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী দিপশিখা দে-কে হ্যাপি ল্যান্ডের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিশুদের প্রাণবন্ত উপস্থিতি ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান- ভবিষ্যতেও শিশুদের জন্য এ ধরনের শিক্ষামূলক ও বিনোদনমূলক আয়োজন অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন