চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

হালদায় দুইটি জাল ও ১৮টি বড়শি জব্দ

হালদায় দুইটি জাল ও ১৮টি বড়শি জব্দ

হাটহাজারী সংবাদদাতা

১৮ ডিসেম্বর, ২০২৫ | ৪:৪২ অপরাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে দুইটি (এক হাজার সাতশ মিটার) অবৈধ চরঘেরা জাল ও ১৮টি বড়শি জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী।

 

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হালদা নদীর গড়দোয়ারা ইউনিয়নের স্লুইচগেট এলাকা থেকে নাজিরহাট ব্রিজ পর্যন্ত নদীর বিভিন্ন অংশে অভিযান চালানো হয়। এসময় নদীর বিভিন্ন স্থান থেকে দুইটি অবৈধ চরঘেরা জাল ও ১৮টি বড়শি জব্দ করা হয়।

 

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. শওকত আলী জানান, উদ্ধার করা অবৈধ চরঘেরা জালগুলো শুকানোর পর হালদা নদীর অস্থায়ী নৌ-পুলিশের সহযোগিতায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। হালদা নদীর সম্পদ ও জীব বৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট